২৪ মে ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রচার প্রচারণা ও আক্রমণের হুমকি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানাচ্ছে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম

নারী আন্দোলন এবং নারী উন্নয়নের পক্ষে কথা বলার জন্য সম্প্রতি নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে কিছু সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রচার প্রচারণা, আক্রমণের হুমকি এবং তাকে চাকুরিচ্যুত করার জন্য কলেজ কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম ।

সাম্প্রতিক প্রকাশিত সংবাদ হতে জানা যায়, নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মহল থেকে হুমকি প্রদান করা হচ্ছে। সকল নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এভাবে কোনো নারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ বেআইনী এবং সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লংঘন। এ ধরনের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের ও ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছে সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৫ (ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্ল্যাকমেইলিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড), দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৪ (নারীর শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশ্যে আক্রমণ) ধারাসমূহের অধীনে শাস্তিযোগ্য একটি অপরাধ। একইসাথে, এ ধরনের ঘটনা বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ (আইনের আশ্রয় লাভের অধিকার) সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অধ্যাপকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কর্মক্ষেত্রে যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া না পড়ে সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছে প্ল্যাটফর্ম।

 

আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:

Cyber Support for Women and Children-CSWC’র আহ্বায়ক ও সচিবালয়ের পক্ষে

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: platform.vaw@gmail.com, communication@blast.org.bd ।

ফোন: +880 1861-275362

 

(সাইবার সাপোর্ট ফর উইমেন এন্ড চিলড্রেন প্ল্যাটফর্ম: দেশে ইন্টারনেটের ব্যবহারের ফলে সাইবার জগতের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। অনলাইনে সংঘটিত বিভিন্ন সহিংসতার মধ্যে নারী ও শিশু সম্পর্কিত ঘটনাগুলো স্পর্শকাতর এবং অনেক ভুক্তভোগী প্রতিরোধ বা প্রতিকারে পদক্ষেপ নিতে পারে না। এই পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে সম্প্রতি ১৩টি সংগঠনের যৌথ প্লাটফর্ম গঠন হয়েছে। Cyber Support for Women and Children-CSWC নামে এই প্ল্যাটফর্ম নারী ও শিশুদের সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করবে। আসুন – “সাইবার সুরক্ষায় সচেতনতা গড়ি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি”

প্ল্যাটফর্মের আহ্বায়ক বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), যুগ্ম আহ্বায়ক সাইবার ক্রাইম অ্যাওয়্যারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) এবং সদস্য সচিব নারীপক্ষ। এছাড়া আরও ১১টি সদস্য সংগঠনের মধ্যে আছে- অরোধ্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র (আসক), আর্টিকেল নাইনটিন, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভলাপম্যান্ট (আই.আই.ডি), দ্যা টেক অ্যাকাডেমি, ব্র্যাক, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ), বাংলাদেশ মহিলা পরিষদ, সাইবার টিনস, ডিজিটালি রাইট লিমিটেড (ডিআরএল) ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।)