২০ অক্টোবর ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগ সংশ্লিষ্ট এক মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট জেড আই খানকে আসামী করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অবিলম্বে মামলা হতে নাম প্রত্যাহারের এবং তার নাম এখানে রাখার বিষয়ে তদন্ত করার জোরালো দাবী জানাচ্ছে ব্লাস্ট

অতি সম্প্রতি গত ১৯ জুলাই ২০২৪ তারিখ ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে একজন কে হত্যা করার অভিযোগে একটি মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ব্লাস্ট এর ট্রাস্টি বোর্ডের সদস্য মুক্তিযোদ্ধা এডভোকেট জেড আই খান কে সর্বমোট ১৮০ জন এর সাথে আসামী করার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে ব্লাস্ট । উল্লেখ্য এডভোকেট জেড আই খানসহ ১৮০ জনকে আসামি করে গত ১৭ অক্টোবর ২০২৪ মামলাটি খিলগাঁও থানায় দায়ের করা হয়।

উল্লেখ্য যে, এডভোকেট জেড আই খান বৈষম্যের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং বলিষ্ঠ অবস্থান গ্রহণ করে এসেছেন। তিনি জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ভুক্তভোগী ছাত্র ও জনতার পক্ষে আদালতে নিরলসভাবে আইনি লড়াই লড়ে গেছেন। এছাড়াও এডভোকেট জেড আই খান জুলাই ২০২৪ ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে এডভোকেট মানযুর আল মাতিন এবং এড আইনুন নাহার এর দায়ের করা রীট মামলায় তাদের পক্ষে একজন আইনজীবী ছিলেন এবং ঐ সময় তৎকালীন রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী তাঁকে তাঁর এ ভূমিকার জন্য দেশদ্রোহি হিসেবে আখ্যায়িত করে আদালত কক্ষে হেনস্তা এবং অপমান করেন। আমাদের বিশ্বাস যে এ ধরণের হয়রানিমূলক মামলা মূলত জুলাই ছাত্র-জনতার আন্দোলনের প্রকৃত ভুক্তভোগী ব্যক্তিদের ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করবে।

এমতাবস্থায়, ব্লাস্ট এ হত্যা মামলায় শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে ভিত্তিহীনভাবে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং ব্লাস্ট এর ট্রাস্টি বোর্ডের সদস্য এডভোকেট জেড আই খানের নাম অতিসত্ত্বর প্রত্যাহারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো আবেদন জানাচ্ছে। একই সাথে, জুলাই এর গণহত্যার বিচার এর জন্য জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের উদ্যোগ গ্রহণ, আহত ও নিহত ব্যক্তিদের জন্য জরুরি আইনি সহায়তার ব্যবস্থা করা এবং পাশাপাশি যে কোন ধরনের হয়রানিমূলক কর্মকান্ড বন্ধের আবেদন জানাচ্ছে।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd

মিডিয়া কভারেজ:

Bangla

ছাত্রদের পক্ষে ছিলেন, এখন তিনিও আসামি- আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না শিক্ষার্থীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন( Prothom Alo, 21 Oct 2024)

জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় মানবাধিকার সংগঠনের নিন্দা ( Ajker Potrika, 20 Oct 2024)

গণহত্যার প্রতিবাদকারী জেড আই খান পান্নার বিরুদ্ধেই মামলা ( Desh Rupantor, 21 Oct 2024)

জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা ‘কোনো পক্ষের অসন্তুষ্টি থেকে ( Jago News, 21 Oct 2024)

হত্যাচেষ্টা মামলায় আসামি পান্না ও বিজিবির ডিজি ( Kalbela, 21 Oct 2024)

জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা ‘কোনো পক্ষের অসন্তুষ্টি থেকে ( Protidiner Kotha, 21 Oct 2024)

 

English

BLAST expresses concern over accusing ZI Khan Panna in attempted murder case ( Business Standard, 20 Oct 2024)

Rights orgs condemn case against ZI Khan Panna ( Daily Star, 20 Oct 2024)

BLAST raises concerns over accusing ZI Khan Panna in student murder case ( Dhaka Tribune, 20 Oct 2024)

Rights bodies condemn attempted murder case against lawyer ZI Khan Panna, citing harassment ( The Reports, 20 Oct 2024)

SC lawyer ZI Khan Panna among 180 named in attempted murder case (News Age, 20 Oct 2024)