০৩ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
বিগত ২৭ জুলাই ২০২৫ তারিখে টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩২)- এর মৃত্যুর ঘটনায় ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্রের যৌথভাবে দায়েরকৃত জনস্বার্থ মামলার প্রাথমিক শুনানি অন্তে আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মাননীয় বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী এবং মাননীয় বিচারপতি ফয়েজ আহমেদ এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল ইস্যু করেন এবং রুলের মাধ্যমে কেন এ অবহেলা আইনবহির্ভূত এবং জীবন ও নিরাপত্তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হবে না তা রেসপন্ডেন্টদের কাছে জানতে চেয়েছেন এবং সেই সাথে ৩টি নির্দেশনা প্রদান করেছেন; যথা-
১. তদন্ত: ঢাকনাবিহীন ম্যানহোল সঠিকভাবে রক্ষণাবেক্ষণে ব্যর্থতা এবং ভুক্তভোগীর মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করা এবং সুপারিশসহ একটি প্রতিবেদন পরবর্তী ৯০ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া।
২. নিরাপত্তা ব্যবস্থা: জরুরি ভিত্তিতে সব ঢাকনাবিহীন ম্যানহোল ঢেকে দেওয়া, সুরক্ষা বেষ্টনী নির্মাণ করা এবং স্পষ্ট সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা রোধ করা যায়।
৩. প্রকাশ্য প্রতিবেদন: তদন্তের ফলাফল এবং গৃহীত নিরাপত্তা ব্যবস্থা জনগণের কাছে প্রকাশ করা এবং পরবর্তী ৩ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা।
আবেদনকারীগণের পক্ষে জনস্বার্থে দায়েরকৃত এ রীটটি শুনানি করেন ব্লাস্টের প্যানেল আইনজীবী ব্যারিস্টার আনিতা গাজী রহমান এবং তাঁকে সহায়তা করেন ব্যারিস্টার জয়দীপ্তা দেব চৌধুরী, ব্লাস্টের স্টাফ ল’ইয়ার বনরূপা রায় এবং আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মোঃ শাহিনুজ্জামান শাহিন।
প্রেক্ষাপট:
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় যে, বিগত ২৭ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক রাত ০৮টায় ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ঢাকনাবিহীন ম্যানহোলে পরে নিখোঁজ হন। পরবর্তীতে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে আরো ২/৩ কিলোমিটার দুরবর্তী স্থান, টঙ্গী শালিকচূড়া বিলের কচুরিপানা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ৩৭ ঘন্টা পর গত ২৯ জুলাই ২০২৫ তারিখ ফারিয়া তাসনিম জ্যোতির মৃতদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ব্লাস্টের অনুসন্ধানের মাধ্যমে জানা যায় যে, এ ঢাকনাবিহীন ম্যানহোলটি দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে ছিল এবং সেগুলোর আশেপাশে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা সতর্কীকরণ চিহ্ন ছিল না। একই স্থানে ইতোপূর্বে আরও একজন নারী পড়েছিলেন, যাকে স্থানীয় জনগণ দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। ঢাকনাবিহীন ম্যানহোলগুলোর সংস্কার করার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার গাফিলতি ও সমন্বয়হীনতার অভাব লক্ষ্য করা গেছে।
এ ঘটনায় ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্র ১৩ আগস্ট ২০২৫ তারিখে রেসপোন্ডেন্টদের উপর একটি নোটিশ ডিমানডিং জাস্টিস জারি করে, সেই সাথে সংক্ষুব্ধ হয়ে এবং ড্রেনটির রক্ষণাবেক্ষণে দায়ী কর্তৃপক্ষের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ, ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্র জনস্বার্থে এ মামলাটি (রিট মামলা নং ১৪১১০/২০২৫) দায়ের করে।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
প্রয়োজনে যোগাযোগ করুন:
বনরূপা রায়, স্টাফ ল’ইয়ার, ব্লাস্ট
মোবাইল: 01776601451
মিডিয়া কভারেজ
১) টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ। (দৈনিক যুগান্তর, ৩ সেপ্টেম্বর ২০২৫)
২) টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের। (টি বি এস, ৩ সেপ্টেম্বর ২০২৫)
৩) টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের। (জাগোনিউজ২৪, ৩ সেপ্টেম্বর ২০২৫)
৪) ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। (ভিউস বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর ২০২৫)
৫) ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ হাইকোর্টের। (সমাজকাল, ৩ সেপ্টেম্বর ২০২৫)
৬) টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ। (বাংলা ট্রিবিউন, ৩ সেপ্টেম্বর ২০২৫)
৭) টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ। (দৈনিক আমাদের মাতৃভূমি, ৩ সেপ্টেম্বর ২০২৫)