১৭ আগস্ট ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি

১৫ আগস্ট শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে রিকশাচালকের উপর সহিংসতাঘটনায় ব্লাস্টের উদ্বেগ প্রকাশ

১৫ আগস্ট ২০২৫-এ ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের সময় ২৭ বছর বয়সী রিকশাচালক আজিজুর রহমানকে সেইখানে সমবেত ব্যাক্তিরা প্রহার করে পুলিশে সোপর্দ করা এবং পরবর্তীতে তাঁকে একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সেই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারী ব্যক্তিসহ অন্যান্য দায়িত্বরত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছে ব্লাস্ট।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আজিজুর রহমান পুষ্পস্তবক কিনে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে সেখানে সংঘবদ্ধ সহিংসতার শিকার হন এবং পরে পুলিশ তাকে আটক করে। ১৬ আগস্ট তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে “জুলাই আন্দোলন ২০২৪”-এর একটি মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয় এবং কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর বিজ্ঞপ্তি অনুসারে, আজকে তার জামিন আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা যায়।

এ ধরনের সংঘবদ্ধ সহিংসতা, গ্রেফতার এবং আটকের ঘটনা বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা, ৩১ অনুচ্ছেদের, ৩২ অনুচ্ছেদ নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার, ৩৬ অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা এবং ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন । শোক প্রকাশ করা মত প্রকাশ ও বাক স্বাধীনতার অবিছহেদ অংশ।

ব্লাস্ট এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের প্রেক্ষিতে রিকশাচালক আজিজুর রহমানের নাগরিক অধিকার সুরক্ষা, এবং তার উপরে হামলায় এবং গ্রেফতের ও আটকের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো নাগরিককে হয়রানি বা অন্যায়ভাবে গ্রেফতার না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd