১৪ আগস্ট ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ দাস (৩৫)-কে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার দাবী জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং সুরক্ষা প্রদানে ব্যবস্থা গ্রহণের দাবী এ ঘটনায় পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করে কর্তব্যে অবহেলা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল এস আই সহ ৮ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলেও, এর পাশাপাশি এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে ব্লাস্ট।
গণমাধ্যম সূত্রে যানা যায় যে, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টায় তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় রূপলাল দাস ও প্রদীপ দাসকে আটক করেন স্থানীয় কয়েকজন। এরপর সেখানে চুরির সন্দেহে তাদের দুইজনকে মারধর করে এবং এক পর্যায়ে দুইজন অচেতন হলে সেখানে তাদেরকে ফেলে রাখা হয়। গণপিটুনির পর রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট স্কুল মাঠে তাদেরকে যখন নিয়ে আসা হয়, তখন খবর পেয়ে পুলিশ সেখানে আসে এবং রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করতে গেলে ‘মবের ভয়ে’ উদ্ধার না করে ফিরে যায় পুলিশ। পরে রাত সাড়ে ১১টায় তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন এবং প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে তিনিও মারা যান।
কোন নাগরিকের প্রতি এ ধরনের গণপিটুনি ও নৃশংস হত্যাকাণ্ড দেশে বিদ্যমান দণ্ডবিধির অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। একই সাথে, এ ধরনের সহিংসতা প্রতিরোধ এবং জনগণকে সুরক্ষা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণে কার্যকর ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছে ব্লাস্ট।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইল: communication@blast.org.bd
মিডিয়া কভারেজ:
১) দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি দুই মানবাধিকার সংগঠনের: দেশ রুপান্তর
২) দায়ীদের শাস্তি ও তদন্ত করে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি: জাগোনিউজ২৪.কম