৬ আগস্ট ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ শিশু সহ ৭ জন নিহতের সুষ্ঠু তদন্ত, জবাবদিহিতা ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে ব্লাস্ট

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় যে, আজ বুধবার ৬ আগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে তিন শিশুসহ সাতজনের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। একইসাথে, ব্লাস্ট অবহেলাজনিত এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দায়ী কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত এবং ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে।

উল্লেখ্য যে, জুলাই ২০২৪ এর শিক্ষার্থী ও জনতার গণ অভ্যুথ্যানে দেশ পুর্ন গঠনের অংশ হিসেবে সারা দেশ জুড়ে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার এবং ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত হয়েছিলেন। তথাপি, সড়কে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইনের সুষ্ঠু বাস্তবায়ন অদ্যবধি নিশ্চিত করা সম্ভব হয় নি। একইসাথে, এ আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠনের কথা উল্লেখ থাকলেও তার কার্যকর কোন অগ্রগতিও পরিলক্ষিত হয়নি। এমতাবস্থায় এ ধরনের সড়ক দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং বিদ্যমান সড়ক পরিবহন আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য ক্ষতিপূরণ তহবিলের বাস্তবায়ন এর দাবী জানাচ্ছে ব্লাস্ট। পাশাপাশি, সড়ক পরিবহন আইন, ২০১৮ এ উল্লেখিত ক্ষতিপূরণ তহবিল সক্রিয় করে নিহত ও আহতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান এবং সড়ক ব্যবস্থাপনায় নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি জোরদারের জোরালো দাবি জানাচ্ছে ব্লাস্ট।

এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে ২০১৮ সালের সড়ক আইনের বিধি সমুহ এখনও পরিপূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। কাজেই এমন পরিস্থিতিতে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্যের কারণে প্রতিদিন সারাদেশে অর্ধশতাধিক দুর্ঘটনায় ২০ থেকে ৩০ জন মানুষের প্রানহানী ঘটছে, আহত হচ্ছে শতাধিক মানুষ। একদিকে এসব ঘটনায় দায়ীদের বিচার হচ্ছে না, অপরদিকে হতাহতরা ক্ষতিপূরণ, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষাও পাচ্ছে না। এই সেক্টরে আইনের সুশাসন ও জবাবদিহিতা না থাকায় এ ধরণের হত্যাকাণ্ড এখন বেড়ে চলছে।’

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd

মিডিয়া কভারেজ:

১। নোয়াখালীতে মাইক্রোবাস দুর্ঘটনার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি (ঢাকা পোষ্ট, ৭ আগস্ট ২০২৫)

২। সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৭ জন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি (দৈনিক কালবেলা, ৭ আগস্ট ২০২৫)

৩। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ব্লাস্ট (নিউজ২৪, ৭ আগস্ট ২০২৫)

৪। নোয়াখালীতে ৭ প্রাণহানি অবহেলাজনিত হত্যা: ব্লাস্ট (জাগোনিউজ২৪.কম, ৭ আগস্ট ২০২৫)