তারিখ: ১৮ মে ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পরবর্তী ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানাচ্ছে ধর্ষণ আইন সংস্কার জোট

গত ১৭ মে ২০২৫ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাগুরা বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় দেন। এ রায়ে মামলার প্রধান আসামি শিশু আছিয়ার বড় বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদন্ড দেয়া হলেও, খালাস দেয়া হয়েছে মামলার অপর আসামিগণ যথাক্রমে বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগমকে। শিশু ধর্ষণ ঘটনায় দ্রুত বিচারিক ব্যবস্থা গ্রহন ও দ্রুততার সাথে মামলা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সকলকে জোটের পক্ষ হতে ধন্যবাদ জানাচ্ছি। একইসাথে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পরবর্তী ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবী জানাচ্ছে ধর্ষণ আইন সংস্কার জোট। উল্লেখ্য যে, ধর্ষণ আইন সংস্কার জোট এর পক্ষ হতে এ বিষয়ে একটি চিঠি মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাররে প্রদান করা হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায় যে, খালাসপ্রাপ্ত আসামিরা অদ্যবধি শিশু আছিয়ার বড় বোনের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ রয়েছেন। এক্ষেত্রে শিশু আছিয়ার পরিবার এবং তাঁর বড় বোন কে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে মামলা তুলে নেয়ার জন্যে চাপ প্রয়োগ এবং একইসাথে মামলা সংশ্লিষ্ট আলামত ও প্রমাণাদি নষ্ট করে ন্যায় বিচার নিশ্চিতের পথে প্রতিবন্ধকতা তৈরির প্রবল আশঙ্কা রয়েছে বলে সংশয় প্রকাশ করছে ধর্ষণ আইন সংস্কার জোট।

এমতাবস্থায়, শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশু আছিয়ার বড় বোন সহ পুরো পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে ধর্ষণ আইন সংস্কার জোট।

 

প্রয়োজনে যোগাযোগ করুন

ধর্ষণ আইন সংস্কার জোট এর সচিবালয়ের পক্ষে

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ই-মেইল: communication@blast.org.bd

 

(ধর্ষণ আইন সংস্কার জোট ১৭টি সংগঠন এর সমন্বয়ে গঠিত এ জোটের মধ্যে রয়েছে আইন ও সালিশ কেন্দ্র, আইসিডিডিআর,বি, উইক্যান, উইমেন ফর উইমেন, একশন এইড বাংলাদেশ, এসিড সার্ভাইভারস ফাউন্ডেশন, ইয়াং উইমেন্স খ্রিষ্টিয়ান এসোসিয়েশন-ওয়াইডাব্লিউসিএ, কেয়ার বাংলাদেশ, জাস্টিস ফর অল নাও, উইমেন উইথ ডিজ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন – ডাব্লিউডিডিএফ, নারীপক্ষ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ব্র্যাক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (সচিবালয়), মানুষের জন্য ফাউন্ডেশন।)