শতবর্ষ আগে জন্ম নেওয়া আজন্ম সাম্যবাদে বিশ্বাসী হেনা দাস তাঁর জীবনের শেষদিন পর্যন্ত মুক্তির যে দীপশিখা জ্বালিয়ে গেছেন, সেই অনির্বাণ শিখায় আন্দোলিত হয়ে তাঁকে এই জন্ম-শতবর্ষে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।