মৌলভীবাজার ও হবিগঞ্জে অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভার সংবাদ সমুহ

হবিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভীন আক্তারের সভাপতিত্বে ও জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক ও ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে ব্লাস্ট। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা মেজিস্টেট আবুল মনসুর এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক রুমানা আক্তার, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপপরিচালক একেএম আব্দুল্লা ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জিলু মিয়া, ব্র্যাকের হবিগঞ্জ জেলা সমন্বয়কারী আতাউর রহমান, ব্লাস্ট’র প্রোগ্রাম ম্যানেজার ফারজানা ফাতেমা, ব্লাস্ট’র সিলেট জেলা সমন্বয়কারী সত্যজিৎ দাশ, ব্লাস্ট কর্মকর্তা মাসুক মিয়া, ফাহিম, ‘কাউকে বাদ দিয়ে নয়’-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতিনিধি মাইশা হিজরা, সমতলের আদিবাসী ও চা শ্রমিক জনগোষ্ঠীর প্রতিনিধি শ্রীপ্রসাদ চৌহান প্রমূখ।