ফরিদপুরে এনজিও প্রতিনিধির সঙ্গে ব্লাস্টের মতবিনিময়

ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ১৭:৪৬

ফরিদপুর জেলার সকল এনজিও প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কার্যক্রমকে আরও শক্তিশালীকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় শহরের আলীপুরে দৈনিক সমকালের ফরিদপুর অফিস কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

এনজিও সংস্থা ‘আভা’র নির্বাহী পরিচালক এনজিও নেতা সুরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।

এ সময় এনজিও রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, টিআইবি আঞ্চলিক সমন্বয়কারী গোলাম মোস্তফা গোলাম, শাপলা মহিলা সংস্থা’র পরিচালক চঞ্চলা মণ্ডল উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় এবং জাতীয় এনজিও ১৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার এবং জেলা রিপোর্টারসহ অন্যান্য গণমাধ্যমের চারজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সভায় ব্লাস্টের কার্যক্রমকে আরও শক্তিশালীকরণে এনজিওগুলোর ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।