ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও ভার্চুয়ালী সাক্ষ্য গ্রহণ শ্রম আদালতে মামলা দ্রুত নিষ্পত্তির উপায়–
কর্মশালায় বক্তারা
৫ই জুন, ২০২৩
শ্রমিকদের মামলা পরিচালনায় প্রতিবন্ধকতা হ্রাস এবং ভার্চুয়াল সাক্ষ্য গ্রহনের সম্ভাবনা, যৌক্তিকতা ও ডিজিটালাইজেশনের মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তির উপায় অনুসন্ধানে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্র্সাট (ব্লাস্ট) আজ ৫ই জুন, ২০২৩ তারিখে হোটেল ৭১ এর আম্রকানন মিলনায়তনে শ্রম আদালতে মামলা দ্রুত নিষ্পত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অংশগহনকারীরা শ্রমিকের বিড়ম্বনা ও কষ্ট কমাতে শ্রম বিষয়ক মামলা বিচারকার্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার, সীমাবদ্ধতা ও বাধা দূরীকরনের উপায়, শ্রম আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি অনতিবিলম্বে শ্রম বিষয়ক মামলা পরিচালনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার চর্চায় আনার কথা বলেন যেন শ্রমিকেরা ভার্চুয়ালী সাক্ষ্য দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি হতে পারে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকার শ্রম আপীল ট্রাইবুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল। উক্ত কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে ছিলেন সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট এ কে এম নাসিম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, এবং শ্রম আদালত বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট সেলিম আহসান খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম শ্রম আদালত, ঢাকার, মাননীয় চেয়ারম্যান মো: শওকত আলী ও দ্বিতীয় শ্রম আদালত, ঢাকার, মাননীয় চেয়ারম্যান মো: আবদুল হামিদ। সুপ্রীম কোর্টের আইনজীবী এবং ব্লাস্টের উপদেষ্টা (এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং) এডভোকেট তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন ব্লাস্ট এর পরিচালক (আইন) এডভোকেট মোঃ বরকত আলী। সভায় শ্রম আদালতের মামলা দ্রুত নিষ্পত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাস্টের স্টাফ ল’য়ার এডভোকেট সিফাত-ই-নুর খানম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এবং সিনিয়র এডভোকেসি অফিসার এডভোকেট আয়েশা আক্তার।
সভার স্বাগত বক্তব্যে উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পর্কে ব্লাস্ট এর পরিচালক (আইন) এডভোকেট মোঃ বরকত আলী বলেন, শ্রম আদালতে পরিচালিত মামলাসমুহের বাদী এবং সাক্ষীগন সাধারনত শ্রমিক হয়ে থাকে, দেখা যায় যে মামলার তারিখে শ্রমিকগন ছুটিজনিত সমস্যার কারনে আদালতে উপস্থিত হতে পারেনা অথবা তারা যদি কাজে না গিয়ে আদালতে হাজির হয় তবে তাদের বেতন কর্তন করা হয়। করোনা মহামারীর সময়কালীন বিকল্প বিচার প্রক্রিয়া চলমান রাখার জন্য আদালত কর্তৃক তথ্য প্রযুক্তির ব্যবহার অধ্যদেশ, ২০২০ প্রনয়ন করা হয়, যা পরবর্তীতে আইনে রূপান্তরিত হয়। বর্তমানে আমার আদালত নামে এ্যাপের মাধ্যমে মামলার বর্তমান অবস্থা সম্পর্কে ঘরে বসেই জানতে পারা যায়। এর ধারাবাহিকতায় শ্রমিকদের মামলার বিড়ম্বনা রোধ করার জন্য শ্রম আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা গেলে শ্রমিকদের ন্যায়বিচার ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে।
সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক বলেন, আদালতে ডিজিটালাইজেশন শুরু হয় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে। আদলতের নথিসমূহ অনলাইনে রেকর্ড হিসেবে রাখলে এবং একটি ই-লাইব্রেরীর গঠিত হলে আইজীবী তথা সমগ্র বিচার বিভাগ এর সুফল পাবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রম আদালতের মাননীয় চেয়ারম্যানগণ কাঠামোগত এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে সকলে দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
প্যানেল আলোচক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, এডভোকেট সেলিম আহসান খান বলেন, শ্রম আদালতে বিশেষ করে ক্ষতিপূরণের মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা উচিত। যে সকল শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে প্রতিবন্ধি হয়ে যায় তাদের পক্ষে আদালতে এসে সাক্ষ্য দেয়া অনেক দুস্কর হয়ে পড়ে। এই সকল শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা যেতে পারে যদি তারা ঘরে বসেই নিজের সাক্ষ্য দিতে পারে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, শ্রমিকের জরুরী নথিসমূহ, যেমন: শ্রমিকের ইউনিক আইডি, নিয়োগপত্র, কতদিন কাজ করেছে তার হিসাব, একজন শ্রমিককে নিশ্চিত করা যায় তবে সেটিই হবে শ্রম আদলতে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রথম ধাপ। এই নথিসমুহের মাধ্যমে একজন শ্রমিক সঠিক সময়ে সুবিচার পেতে পারে। এছাড়াও তিনি অনলাইনে আদালতের তথ্য ভান্ডার এবং ই-লাইব্রেরীর তৈরী করার কথাও বলেন।
আদালত কর্তৃক তথ্য প্রযুক্তির ব্যবহার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, আদালতের সকল কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা এবং একটি ওয়েবসাইট তৈরি করা যার মধ্যে জেলা ভিত্তিক সকল আদলতের দৈনিক কার্যক্রমসমূহের সঠিক তথ্য থাকবে এ সকল মতামত এবং সুপারিশসমূহ কর্মশালায় উঠে আসে।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
ব্লাস্ট কমিউনিকেশন বিভাগ
ইমেইল: communication@blast.org.bd