আন্তর্জাতিক সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূল দিবসে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবী জানাচ্ছে ব্লাস্ট
২০শে জুন, ২০২৩
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের অবদান অপরিসীম, তথাপি অদ্যাবধি তাদের যথাযথ স্বীকৃতি ও ন্যায় বিচার প্রদান করা সম্ভব হয় নি। সংঘাতকালীন যৌন সহিংসতা মানবাধিকার এবং সমমর্যাদা ও সমতার মূল্যবোধকে লঙ্ঘন করে। আন্তর্জাতিক সংঘাতকালীন যৌন সহিংসতা নির্মূল দিবসে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকার ও পুনর্বাসনের দাবী জানাচ্ছে ব্লাস্ট ।
পাশাপাশি, তাঁদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মূলধারায় অন্তর্ভুক্তি, পুনর্বাসন নিশ্চিত ও ক্ষতিপূরণ তহবিল গঠনের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানাচ্ছে ব্লাস্ট ।
ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক বলেন, ‘ বীরাঙ্গনাদের অভিজ্ঞতা এবং অবিরাম বিচারের যাত্রা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমরা জাতীয় পর্যায়ে তাদের সাহসকে স্মরণ করি। তাদের জীবন এবং আন্দোলন সম্পর্কে আরও গবেষণা এবং চর্চা দরকার এবং আমাদের বুঝতে হবে কিভাবে তাদের অভিজ্ঞতা আমাদের বোঝাপড়াকে রূপ দিতে পারে এবং আজকের রোহিঙ্গা নারীসহ নির্যাতনের মধ্য দিয়ে যাওয়া সকলের জন্য যৌন সহিংসতার প্রতিকারের সংস্কার করতে পারে।
বার্তা প্রেরক
কমিউনিকেশন বিভাগ
communication@blast.org.bd