৮ই মার্চ ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জোর দাবী জানায় ব্লাস্ট
৮ই মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানাচ্ছে ব্লাস্ট। সাম্প্রতিক সময়ে নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের জন্য জোরালো দাবী জানাচ্ছে ব্লাস্ট।
এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্লাস্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের নিকট সুপারিশমালা প্রদান করেছে। প্রদত্ত সুপারিশমালায় বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ব্লাস্ট, যেখানে দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা ও সাইবার সহিংসতা প্রতিরোধ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
আমরা নারীদের বিরুদ্ধে মব সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং আমরা সরকার, নাগরিক সমাজ, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছে দাবী তুলছি তারা সকলে মিলে নারীর অধিকার বিশেষ করে নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার যেন নিশ্চিত করে। একইসাথে, ইদানীং বিভিন্ন রাস্তাঘাটে নারীদের উপর যেরকম আক্রমণ ও হুমকির ঘটনাগুলো ঘটছে সেই বিষয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্যে এবং এ ধরনের ঘটনাগুলোতে যারা ভুক্তভোগী তাদের পাশে থাকার জন্যে আমরা সরকারের কাছে দাবী রাখছি।
উল্লেখ্য, নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষায় এবং ঘরে-বাইরে বিশেষ করে অনলাইন প্লাটফর্মসমুহে সুরক্ষা নিশ্চিতে সচেতনতার জন্য ব্লাস্ট এর আয়োজনে ঢাকায় বনানীর এরশাদ মাঠে একটি রিক্সা র্যালি ও সচেতনতামূলক সভা আয়োজিত হয়। যেখানে ব্লাস্ট কিশোর-কিশোরী দলের সদস্য; ব্লাস্ট নারী ফুটবল প্লেয়ার এবং মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
ই-মেইলঃ communication@blast.org.bd । ফোনঃ +880 1552-324376
করাইল রিক্সা র্যালির মিডিয়া কভারেজ:
নিউজ চ্যানেল
১) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রিকশা র্যালি। (একাত্তর টিভি)
২) Rtv Rater News | রাতের সংবাদ | ০৮ মার্চ , ২০২৫ | Rtv News
পত্রিকা
1) আন্তর্জাতিক নারী দিবস আজ (সময়ের আলো, ৮ মার্চ ২০২৫)
2) Int’l Women’s Day today (New Age, 8 March 2025)
3) Int’l Women’s Day today (dailyobserver, 8 March 2025)
4) How legal failures and social taboos embolden intimate partner violence in Bangladesh (The Business Standard, 8 March 2025)