২৪ ফেব্রুয়ারি ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি নারীর মৃত্যু: ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং উচ্চ আদালতের নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের দাবী জানাচ্ছে ব্লাস্ট
যশোরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট। একইসাথে, এ ঘটনার সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে হাইকোর্টের সুস্পষ্ট নীতিমালা সম্বলিত রায়ের সুষ্ঠু বাস্তবায়ন এবং এর কার্যকর তদারকি নিশ্চিতের দাবী জানাচ্ছে ব্লাস্ট।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায় যে, গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার আনুমানিক রাত ৯ ঘটিকায় যশোরের অভয়নগর উপজেলায় নোয়াপারা ফাতেমা বেসরকারি হাসপাতালে দুই জন প্রসূতি নারীর সিজারিয়ান অপারেশনের পর উচ্চ মাত্রায় রক্তপাত শুরু হলে সংকটাপন্ন অবস্থায় তাঁদের তাৎক্ষণিক ভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে একজন নারী মারা যান এবং অপর নারী বর্তমানে সুস্থ আছেন।
উল্লেখ্য যে, ১২ অক্টোবর ২০২৩ তারিখ হাইকোর্ট প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানকারী সরকারী ও বেসরকারী ক্লিনিক, হাসপাতাল ও চিকিৎসক কর্তৃক পরিচালিত অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যর্থতায় সংক্ষুদ্ধ হয়ে ব্লাস্টের দায়ের করা একটি জনস্বার্থ মামলার (রিট পিটিশন নং ৭১১৭/২০১৯) প্রেক্ষিতে সুস্পষ্ট নীতিমালা সম্বলিত রায় প্রদান করেন।
এ জনস্বার্থ মামলাটি পরিচালনাকারী আইনজীবী রাশনা ইমাম যশোরের বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি নারীর এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাঁর অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন যে, “সুষ্ঠু তদন্তে যদি বেরিয়ে আসে যে, চিকিৎসায় অবহেলা ছিল বা সিজারিয়ান সেকশন প্রয়োজনীয় ছিল না কিন্তু তবুও করা হয়েছে- সে ক্ষেত্রে দায়ী চিকিৎসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত।”
এভাবে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন পরিচালনার মধ্য দিয়ে প্রসূতি নারীর জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়া বাংলাদেশ সংবিধানের ১৫ (ক) [মৌলিক প্রয়োজনের ব্যবস্থা], ১৮(১) [জনস্বাস্থ্য ও নৈতিকতা], ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), ২৮(১) [ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য], ৩১ (আইনের আশ্রয়-লাভের অধিকার) এবং ৩২ (জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ) অনুচ্ছেদ সমূহের সম্পূর্ণ পরিপন্থী এবং হাইকোর্টের নীতিমালার সুস্পষ্ট অবমাননা।
পরিশেষে, যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি নারীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তসহ দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিতের বিশেষ আবেদন জানাচ্ছে ব্লাস্ট। একইসাথে, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে হাইকোর্টের সুস্পষ্ট নীতিমালা সম্বলিত রায়ের সুষ্ঠু বাস্তবায়ন ও কার্যকর তদারকি নিশ্চিতের জোরালো দাবী জানাচ্ছে ব্লাস্ট।
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
আয়েশা আক্তার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও লিগ্যাল স্পেশালিস্ট, জেন্ডার জাস্টিস এন্ড ওমেন এমপাওয়ারমেন্ট, ব্লাস্ট
ই-মেইলঃ ayesha@blast.org.bd | ফোনঃ +880 1728978465
কমিউনিকেশন বিভাগ, ব্লাস্ট
ই-মেইলঃ communication@blast.org.bd । ফোনঃ +880 1552-324376