তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক উদ্যেগের দৃষ্টান্তকে জাতীয় পর্যায়ে অনুসরণ করার আহ্বান- নাগরিক সংলাপের বক্তারা

সুপ্রীম কোর্টের লিগ্যাল এইড কমিটি এবং পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে পরিবেশজনিত অভিযোগ পরিবেশ আদালতে দায়ের এবং নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ জরুরী বলে নাগরিক সংলাপে বক্তারা সুপারিশ করেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য সংগ্রহের জন্য জিগাতলা এবং ধানমন্ডিতে তিন ধরনের বর্জ্য পৃথকভাবে সংগ্রহের পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছে। আজ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকার, সিরডাপ অডিটোরিয়ামে ব্লাস্ট আয়োজিত ‘উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার’ শীর্ষক একটি নাগরিক সংলাপে এ বিষয়গুলো আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদর্শ পরিচ্ছন্ন পৌরসভা এবং ইউনিয়নগুলোর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বায়ু-দূষনের হ্রাস করার জন্য সাড়ে চার হাজার পুরোনো বাস সরানোর পদক্ষেপ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। সরকারকে বিকেন্দ্রীকরণ করে বর্জ্য ব্যবস্থপনার দায়িত্বকে স্থানীয় সরকারের কাছে ন্যস্ত করা জরুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, ওএসপি, বিপিপি, পিএসসি, পরিচ্ছনতা কর্মীদের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগের কথা বলেন। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের অর্থনীতি এবং জনবল পর্যাপ্ত নয় এদিকগুলোকে যথাযথভাবে সম্বোধন করতে না পারলে অনিয়ন্ত্রিত স্বাস্থ্য ঝুকিঁ বাড়বে।

সংলাপে বক্তারা বর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মীদের পেশাগত নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা, সকলের সমন্বয়ে বর্জ্যকে সম্পদে রুপান্তর করার উপর গুরুত্ব আরোপ করেন। কঠিন বর্জ্যের মাধ্যমে জমি ও নদী দখল করার প্রবণতা রোধে সামগ্রিক পদক্ষেপ নেয়া গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পর্যায়ে বর্জ্য অপসারণে সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্টদের অভিজ্ঞতা অনুসরণ করা যেতে পারে। সংলাপে পরিচ্ছনতা কর্মীদের স্বাস্থ্য নিরপত্তা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড প্রদান করা, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করা এবং পর্যাপ্ত ও দক্ষ কর্মীদের কর্মসংস্থানের জন্য সরকারী এবং বেসরকারী সংগঠনের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

সংলাপে অংশগ্রহণকারীরা পতিত জমি থেকে বর্জ্য যথাযথভাবে ব্যবস্থা করে জমিগুলো কৃষি জমিতে রূপান্তর করা, তরল বর্জ্যের কারণে মৃতপ্রায় নদীগুলোকে পুনরায় প্রাণ ফেরানোর প্রতি যথাযথ পদক্ষেপ এবং বিচার ব্যবস্থায় প্রবেশন হিসেবে সামাজিক সেবামূলক কাজকে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন।

ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনের সভাপতিত্বে সংলাপে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’য়ারস এসোসিয়েশনের (বেলা)’র সিনিয়র আইনজীবী এস হাসানুল বান্না, ব্রিজ একাডেমীর চেয়ারম্যান আইয়ুব করম আলী, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি ‘র সিনিয়র একাডেমিক কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সংলাপটি সঞ্চালনা করেন ব্লাস্টের উপদেষ্টা আহমদ ইব্রাহীম।

বার্তা প্রেরক:

কমিউনিকেশন বিভাগ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

প্রয়োজনে যোগাযোগ করুনঃ +৮৮০১৫৫২-৩২৪৩৭৬

ই-মেইল: communication@blast.org.bd

মিডিয়া কভারেজ:

বাংলা-

১) পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার। (বি এস এস নিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

২) সাড়ে ৪ হাজার পুরোনো বাস বাতিল করা হবে: পরিবেশ উপদেষ্টা। (আজকের পত্রিকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৩) পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা। (বাংলা ট্রিবিউন, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৪) সাড়ে চার হাজার পুরনো বাস বাতিল করা হবে: রিজওয়ানা হাসান। (আমার বার্তা, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৫) অব্যবস্থাপনার বড় দৃষ্টান্ত বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশ উপদেষ্টা। (প্রথম আলো, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৬) বুড়িগঙ্গার দূষণ রোধে নতুন উদ্যোগ, বাতিল হবে ৪৫০০ পুরনো বাস। (সারা বাংলা, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৭) শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে: পরিবেশ উপদেষ্টা। (জাগোনিউজ২৪.কম, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৮) শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে: পরিবেশ উপদেষ্টা। (ভোরের কাগজ লাইভ, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

৯) ব্লাস্টের নাগরিক সংলাপে বক্তারা- বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন (বণিক বার্তা, ১১ ফেব্রুয়ারি ২০২৫)

১০) বায়ুদূষণ কমাতে কাজ করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা। (আর টি ভি অনলাইন, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

১১) পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে দরকার সম্মিলিত উদ্যোগ : পরিবেশ উপদেষ্টা (আমাদের সময়, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

১২) পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন – পরিবেশ উপদেষ্টা (দৈনিক নওরোজ, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

১৩) পরিচ্ছন্ন দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার। (দৈনিক বায়ান্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

১৪) দেখলেই মানুষ বলে, আগে তো বলেছিলেন এটা করবেন ওটা করবেন, এখন করে দিয়ে যান। (দৈনিক ইত্তেফাক, ১০ ফেব্রুয়ারি ২০২৫)

English

1) Rizwana: Cleaner Bangladesh needs collective action. (Dhaka Tribune, 10 February 2025)

2) A cleaner Bangladesh needs collective action: Rizwana (The Business Standard, 10 February 2025)

3) Govt plans to phase out 4,500 old buses to combat pollution: Rizwana (Daily Sun, 10 February 2025)

4) Rizwana Hasan Urges Decentralized Waste Management, National Reforms (TheReporter24.com, 10 February 2025)

News Coverage

১) ৫৩ বছরের সমস্যার সমাধান ৬ মাসের সরকারের কাছে চাওয়া অনেক বেশি : সৈয়দা রিজওয়ানা হাসান (RTV News)

২) বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-তুরাগ-বালু নদী পরিষ্কারের পরিকল্পনায় সরকার (Somoy TV)

৩) সমাজ পরিষ্কার করতে সরকারকে সময় দিতে হবে (Ekhon TV)

৪) BTV news coverage