০৭ ফেব্রুয়ারি ২০২৫
প্রেস বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু জাদুঘর সহ সারা দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট
গত কিছুদিন ধরে দেশে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, বঙ্গবন্ধু জাদুঘর সহ সারা দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে ব্লাস্ট।
উল্লেখ্য জুলাই- আগস্ট ২০২৪ এর হত্যাকাণ্ডের ঘটনা বিচারাধীন, আহতরা প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন এর জন্য অপেক্ষমাণ পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদ্যাবধি তার সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই-আগস্ট গণহত্যা সংশ্লিষ্ট তার দায় স্বীকার না করে, এমনি উক্ত ঘটনাসমূহের জন্য কোন প্রকার অনুতাপ প্রকাশ না করে বিভিন্ন জায়গায় বক্তব্য প্রদান করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে উক্ত বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনার বাসভবন সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানের আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ব্লাস্ট।
পাশাপাশি দ্রুততার সাথে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার সম্পন্ন করা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে ব্লাস্ট।
আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ফলে দেশব্যাপী বিশৃঙ্খল ও সংঘাতময় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ প্রশাসন যথাসময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে এবং এ ধরণের সংঘবদ্ধ হামলা অত্যন্ত উদ্বেগজনক। এভাবে স্থাপনা-সম্পত্তি ধ্বংস করা দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। অনতিবিলম্বে এ ধরণের সহিংসতা প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ গ্রহণ জরুরি। এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে ব্লাস্ট
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ,
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)
প্রয়োজনে যোগাযোগ করুন: +৮৮০১৫৫২-৩২৪৩৭৬
ই-মেইল: communication@blast.org.bd