২৪ নভেম্বর, ২০২৪
তাজরীন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডির এক যুগ পার হলেও নিশ্চিত করা যায়নি দায়ী ব্যক্তিদের বিচার, আহত ও নিহত শ্রমিক ও তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পূণর্বাসন। আজ ২৪শে নভেম্বর, ২০২৪ ইং তারিখ এ ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনার দিনটি স্মরণে সকল নিহতদের প্রতি শ্রদ্ধা, তাদের স্বজন ও আহতদের প্রতি সহমর্মিতা জানাতে শ্রমিক নিরাপত্তা ফোরাম এর আয়োজনে সকাল ৯টায় জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপন, ১ মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি এ দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির জন্য দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত, নিরাপদ কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে নারী শ্রমিকের প্রতি হয়রানী মূলক আচরণ বন্ধ সহ সকল শ্রমিকের প্রতি বৈষম্য নিরসন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবী করা হয়। এছাড়াও প্রেস ক্লাবে শ্রমিক নিরাপত্তা ফোরাম এর উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয় যেখানে ব্লাস্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন।
তাজরীন ফ্যাশনের মর্মান্তিক দুর্ঘটনার দিনটি স্মরণে ব্লাস্ট এর উদ্যোগে গাজীপুরে শ্রমিকদের আইনগত সহায়তা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে গত ২২ নভেম্বর ২০২৪ তারিখ আইন সহায়তা ক্যাম্প (লিগ্যাল এইড ক্যাম্প) আয়োজন করা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনে ক্ষতিপূরণের যে অর্থ নির্দিষ্ট করা আছে, তা বাস্তবতার নিরিখে অপ্রতুল। ব্লাস্ট তাই শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তার দাবী জানায়।
ব্লাস্ট আরো আলোকপাত করে যে, ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষেত্রে- তাহার কর্ম সক্ষমতা বা অবসর গ্রহণ করা পর্যন্তু তাহার আয়ের পরিমাণ; গ্রাচুইটি বা আইনানুগ পাওনাদি; তাহার পোষ্য বা পোষ্যদের জীবন- জীবিকার জন্য অনুমিত খরচ; পোষ্যদের মধ্যে কমপক্ষে একজনকে যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়গুলি বিবেচনায় নেওয়া আবশ্যক। দুর্ঘটনায় স্থায়ী সম্পূর্ণ অক্ষম শ্রমিকদের ক্ষেত্রে- তাহার কর্ম সক্ষমতা বা অবসর গ্রহণ করা পর্যন্তু তাহার আয়ের পরিমাণ; অবসর গ্রহণকালে প্রাপ্য গ্রাচুইটি বা আইনানুগ পাওনাদি; তাহার চিকিৎসা বাবদ অনুমিত খরচ; তাহার ও তাহার পোষ্য বা পোষ্যদের জীবন- জীবিকার জন্য অনুমিত খরচ; পোষ্যদের মধ্যে কমপক্ষে একজনকে যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা। দুর্ঘটনায় অস্থায়ী অক্ষম শ্রমিকদের ক্ষেত্রে-তাহার চিকিৎসা বাবদ অনুমিত খরচ; অক্ষমতার মেয়াদকাল পর্যন্ত মাসিক মজুরী ও আনুষঙ্গিক সুবিধাদি।
তাজরীন ফ্যাশনরে মর্মান্তিক দুর্ঘটনার ১২ বছর অতিবাহিত হলেও এখনো কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণ প্রদানে নূন্যতম মানদণ্ড নির্ধারণ করা সম্ভব হয়নি। এ মর্মান্তিক দূঘর্টনায় দায়েরকৃত ফৌজদারী মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, যার আগামী তারিখ ধার্য রয়েছে আগামী ২৫ নভেম্বর, ২০২৪ ইং এবং দুইটি রীট পিটিশন উচ্চ আদালতে শুনানী পর্যায়ে রয়েছে। ব্লাস্ট উপরোক্ত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তিকরণের জোর দাবী জানাচ্ছে।
ইতোমধ্যে শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। উক্ত কমিশনের মাধ্যমে সকল শ্রমজীবী মানুষের জন্য একটি যুগোপযোগী শ্রম আইন প্রণয়ন ও যথাযথ প্রয়োগ ও নিরাপদ কর্মপরিবেশ, শ্রম আদালতে চলমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির প্রয়োগ, কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে মহামান্য হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা শ্রম আইনে অন্তর্ভুক্তকরণ, শ্রম আইনে ক্ষতিপূরণ বিষয়ে বিদ্যমান বিধিমালা সংশোধন, মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বৃদ্ধিসহ প্রসুতিকল্যাণ অধিকার সংক্রান্ত সুস্পষ্ট বিধিবিধান অন্তর্ভূক্তকরণ ও বর্তমান বিধানের যথাযথ বাস্তবায়ন, দুর্যোগ কালীন সময়ে শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম আইন ও বিধির প্রয়োজনীয় সংশোধনকরণ এর দাবী জানায় ব্লাস্ট।
বার্তা প্রেরক:
কমিউনিকেশন বিভাগ ব্লাস্ট
ই-মেইল: communication@blast.org.bd
মিডিয়া কভারেজ:
তাজরীন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডির এক যুগ ( Kalbela, 24 Nov 2024)
তাজরীন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডির এক যুগ ( Bdlive24.com, 24 Nov 2024)
ভয়াবহ তাজরীন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবার তাকিয়ে সরকারের দিকে ( Danik Sangram, 24 Nov 2024)
12th anniv of Tazreen Fashions fire observed ( New Age, 24 Nov 2024)
Justice remains elusive (by M Moneruzzaman, News Age, 24 Nov 2024)
তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ১ যুগ- শ্রমিক নিরাপত্তা ফোরামের শ্রদ্ধাজ্ঞাপন ( Rupali Bangladesh, 24 Nov 2024)
তাজরীন ট্র্যাজেডির এক যুগ- ভালোবাসার ফুলের সঙ্গে ক্ষোভ কান্নায় নিহতদের স্মরণ (Samakal, 24 Nov 2024)
দুর্ঘটনায় নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতের দাবী (Sarakkhon.com, 24 Nov 2024)
শ্রমিক নিরাপত্তা ফোরাম এর প্রেস রিলিজের লিংক: https://blastorg@blast.org.bd/content/pressrelease/PR-Tajreen-Tragedy-SNF-2024.pdf
শ্রমিক নিরাপত্তা ফোরাম এর ফ্লায়ারের লিংক: https://blastorg@blast.org.bd/content/publications/Leaflet-Tazreen-21-11-2024.pdf
তাজরীন দিবসের কিছু স্থিরচিত্র: