সারাদেশে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ব্লাস্টের
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস |
প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২৩:৫১
সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে রংপুর, ঢাকা ও চট্টগামে ছয়জন নিহতের ঘটনায় এবং বহু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে আইনি সেবা ও মানবাধকার সংগঠন ব্লাস্ট।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর সহিংসতা এবং হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনায় ব্লাস্ট তীব্র নিন্দা জানাচ্ছে। এ হামলার ঘটনাগুলোর সুষ্ঠু এবং দ্রুত ও কার্যকরী তদন্ত সাপেক্ষে দায়ী ব্যাক্তিদের জবাবদিহিতার আওতায় এনে যথাযথ বিচারের জোর দাবি জানায় সংগঠনটি।
ব্লাস্টের বিবৃতিতে বলা হয়, পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে, গত সোমবার (১৫ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয় যার মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। গণমাধ্যম সূত্রে আরো জানা যায়, চলমান সহিংসতায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং চট্টগ্রামে পথচারীসহ তিনজন এবং ঢাকায় দুইজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন।
ব্লাস্ট সাধারণ শিক্ষার্থী, বিশেষত নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এই ধরনের সহিংসতা সংবিধানে ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং ৩৭ অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করে। ব্লাস্ট নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যারা ইতিমধ্যে সহিংসতার শিকার হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানায়। একইসঙ্গে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ যারা তাদের মৌলিক অধিকার খর্ব করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/কেএম)