১১ জুলাই ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
মিরনজিল্লা হরিজন কলোনিতে স্থিতাবস্থা অব্যাহত থাকবে এবং হাইকোর্ট পরবর্তী দুই মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবেন- আপীল বিভাগের নির্দেশনা (Bangla / English)
আজ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ মিরনজিল্লা হরিজন কলোনীতে স্থিতাবস্থা অব্যাহত থাকবে এবং হাইকোর্ট পরবর্তী দুই মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে আদেশ দিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রতি মিরনজিল্লা হরিজন কলোনি (ওয়ার্ড নং ৩৩, বংশাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) তে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধে হাইকোর্টে দায়েরকৃত রিট মামলা ( রিট মামলা নং ৮১১৯/২০২৪) এর প্রেক্ষিতে আজ ১১ই জুলাই আপীল বিভাগ এ আদেশ দেন। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে মামলার শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবীগণ যথাক্রমে সুব্রত চৌধুরী, জেড আই খান পান্না, সারা হোসেন এবং আইনজীবী অনীক আর হক। রিট মামলার তিনজন আবেদনকারী এডভোকেট মনোজ কুমার ভৌমিক, এডভোকেট উৎপল বিশ্বাস ও এডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা এই শুনানীতে উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা।
প্রেক্ষাপট
উল্লেখ্য, ১১ জুন ২০২৪ তারিখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করে, এবং বসবাসরত ১৬ টি পরিবারের ঘরবাড়ি কোনরূপ নিরাপত্তা ও বিকল্প আশ্রয়ের ব্যবস্থা না করেই গুড়িয়ে দেয়া হয়। এ অবৈধ উচ্ছেদ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে গত ১৩ জুন ২০২৪ তারিখ হাইকোর্টের ০৩ জন আইনজীবী – যথাক্রমে এডভোকেট মনোজ কুমার ভৌমিক, এডভোকেট উৎপল বিশ্বাস ও এডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা — হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। এ আবেদনের শুনানি শেষে মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব এবং মাননীয় বিচারপতি মোঃ আতাবুল্লাহ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এর একটি দ্বৈত বেঞ্চ অবৈধ উচ্ছেদ প্রক্রিয়ার উপর ৩০ দিনের স্থিতাবস্থা এর আদেশ প্রদান করেন। একইসাথে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসের ব্যবস্থা করার জন্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রতি অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসের ব্যবস্থা না করেই উক্ত ৩০ দিনের স্থিতাবস্থার আদেশের বিরুদ্ধে আপীল আবেদনের অনুমতি চেয়ে আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপীল দায়ের করেন। আপীল বিভাগের চেম্বার বেঞ্চ এ আবেদনের প্রেক্ষিতে কোন আদেশ প্রদান না করে; মামলাটি আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্যে ৪ জুলাই ধার্য করেন। মামলাটি নির্ধারিত তারিখে শুনানি না হওয়াতে, আগামী ১১ জুলাই ধার্য করা হয় ।
ইতোমধ্যে হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ এবং আপীল বিভাগে মামলাটির শুনানি অপেক্ষমান থাকা সত্ত্বেও অতিরিক্ত সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১০ ও ১১ জুলাই উচ্ছেদ প্রক্রিয়া পরিচালনা এবং পুলিশ ফোর্স মোতায়েন বিষয়ে পুলিশ কমিশনার , ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টি আকর্ষণ করে একটি নতুন আদেশ প্রদান করেন।
এর প্রেক্ষিতে গতকাল ১০ জুলাই আবেদনকারীদের আইনজীবীগণ উচ্ছেদ প্রক্রিয়ার উপর নিষেধাজ্ঞা চেয়ে জরুরী ভিত্তিতে বিষয়টি আপীল বিভাগের নজরে আনেন । পরবর্তীতে আদালত বেলা ১ টায় বিষয়টি শুনানি শেষে উচ্ছেদ প্রক্রিয়ার উপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। এ আদেশটি মৌখিক ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান কে অবগত করা হয়।
উল্লেখ্য, গতকাল দুপুর ১২.৩০ মিনিটের কতিপয় দুর্বৃত্তকারীরা এসে হরিজনদের উপর অতর্কিত হামলা চালায় এবং মন্দির ভাঙচুর করে। এ ঘটনায় প্রায় ১৬ জন আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত এ উচ্ছেদ কার্যক্রম শুধু আদালতের আদেশেরই অবমাননা নয় একই সাথে এটি জাতীয় গৃহায়ণ নীতিমালা এবং আন্তর্জাতিক সনদের অধীনে রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং গৃহহীন নাগরিকদের আবাসনের ব্যবস্থা নিশ্চিতকরণ বিষয়ে মামনীয় প্রধানমন্ত্রীর বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক।
প্রয়োজনে যোগাযোগ করুন:
কমিউনিকেশন বিভাগ
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: communication@blast.org.bd
মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থিতাদেশ সম্পর্কিত মিডিয়া কাভারেজ
বাংলা সংবাদমাধ্যম
- মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (সময় নিউজ, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (দৈনিক ইত্তেফাক, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (যুগান্তর, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (ডেইলি স্টার বাংলা, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনি উচ্ছেদ না করার আদেশ বহাল (bdnews24.com, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ না করার আদেশ বহাল (দৈনিক কালবেলা, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (দৈনিক ইত্তেফাক, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (স্টার সংবাদ, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (ভোরের কাগজ, ১১ জুলাই ২০২৪)
- মিরনজল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদে হাইকোর্টের স্থিতাবস্থা আপিলে বহাল (বাংলা ট্রিবিউন, ১১ জুলাই ২০২৪)
- বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান স্থগিত থাকবে-আপিল বিভাগ। (টাঙ্গন টাইমস, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ। (চ্যানেল টোয়েন্টিফোর, ১১ জুলাই ২০২৪)
- বিকল্প ব্যবস্থা না করে হরিজনদের উচ্ছেদ না করার নির্দেশ হাইকোর্টের (স্বদেশ প্রতিদিন, ১১ জুলাই ২০২৪)
- মিরনজিল্লা হরিজন কলোনিতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (দৈনিক ডেল্টা টাইমস্, ১১ জুলাই ২০২৪)
ইংরাজী সংবাদমাধ্যম
- Provide alternative accommodation before eviction of sweepers: SC (New Age, 11 July 2024)
টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমঃ
- মিরন জিল্লা হরিজন পল্লীতে উচ্ছেদ স্থগিত থাকবে: আপিল বিভাগ (YouTube_Channel 24)
- মিরনজিল্লা হরিজন পল্লি উচ্ছেদের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ (Facebook/News24)