ব্লাস্ট লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত!
ঢাকা মিরপুর কল্যাণপুর বস্তি বেলতলা মাঠে ওয়্যারস প্রকল্পের অধীনে ব্লাস্টের আয়োজনে, লাউডাস ফাউন্ডেশনের সহায়তায় ২৩ ফেব্রুয়ারী ২০২৪ইং, শুক্রবার দিনব্যাপী লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে শ্রম সংক্রান্ত, পারিবারিক, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আইনি উপায়, নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানীর প্রতিকার সম্পর্কে আলোচনা ও আইনি পরামর্শ প্রদান করা হয়। শ্রমিক ও এলাকবাসীর সতস্ফুর্ত অংশগ্রহণ ও প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যাম্প সমাপ্ত হয়। ক্যাম্প থেকে বেশ কয়েকজন আইন সহায়তার জন্য আবেদনও করেন। এসময় ব্লাস্ট্রের প্রকাশিত বিভিন্ন সচেতনতামূলক বুকলেট, ব্রশিয়ার, লিফলেট, স্টিকার ইত্যাদি বিতরণ করা হয়।
ক্যাম্পে ব্লাস্টের প্রোগ্রাম স্পেশালিস্ট মো: তৈয়্যেবুর রহমান, সিনিয়র স্টাফ আইনজীবী সিফাত-ই-নূর খানম, ঢাকা শ্রম আদালতের প্যানেল আইনজীবী রাবেয়া আফরোজ, জেলা জজ আদালতের আইনজীবী আল মামুন, ব্লাস্টের সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ ও জুনিয়র ল’ অফিসার অটল চন্দ্র সরকার, জুনিয়র ল’ অফিসার হাবিবা আক্তার এবং প্যারালিগ্যাল উপস্থিত ছিলেন।